করোনা রোধে লক্ষ্মীপুরে যানবাহনে জীবাণুনাশক স্প্রে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে

লক্ষ্মীপুরে যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে

লক্ষ্মীপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব ধরনের যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ স্প্রে করা হয়।

রেইনকোট পরে সংগঠনের আটজন সদস্য এই স্প্রে করেন। এদের মধ্যে বিডি ক্লিন লক্ষ্মীপুর টিমের সমন্বয়ক সাইদুজ্জামান সৈকত, সহ-সমন্বয়ক আক্তার হোসেন বাপ্পি, আসরাফুজ্জামান ফাহাদ, নোমান ও নাদিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিডি ক্লিন লক্ষ্মীপুর টিমের সমন্বয়ক সাইদুজ্জামান সৈকত বলেন, ‘এক গাড়িতে অনেক যাত্রী চলাফেরা করেন। করোনার পাদুর্ভাব রোধে আমরা জীবাণুনাশক স্প্রে করেছি। এ সময় গাড়ির যাত্রীদেরকে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, লক্ষ্মীপুরে ৩ হাজার ৮৫১ জন বিদেশ ফেরত মানুষ রয়েছে। আর ৭৩৯ জন বাড়িতে সঙ্গরোধে আছে। এদের মধ্যে অধিকাংশই প্রবাসী। এছাড়া করোনা সন্দেহে একজনকে সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন