হবিগঞ্জ শহরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক
করোনাভাইরাস সংক্রমণ রোধে হবিগঞ্জে স্থানীয় প্রশাসন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। প্রতিদিনই মাঠে কাজ করছেন জেলা প্রশাসক ও পৌর মেয়র। জনগণকে সচেতন করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বাজার মনিটরিং করা হচ্ছে নিয়মিত। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শহরে জীবাণুনাশক স্প্রে ছিটানো শুরু হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে জলকামান (ওয়াটার ক্যানন) দিয়ে জীবাণুনাশক ছিটানোর কাজ করছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার রাফিয়াল ফারুকের নেতৃত্বে জীবনুনাশক স্প্রে ছিটানোর কাজ শুরু হয়। শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। পর্যায়ক্রমে সারা শহরেই জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার রাফিয়াল ফারুক জানান, ‘জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও শহরকে জীবাণুমুক্ত রাখতে প্রতিদিনই শহরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। আজ শুধু শহরের জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্প্রে ছিটানো হয়েছে। পর্যাক্রমে শহরের বাকি অংশগুলোতেও এই স্প্রে ছিটানো হবে।’
এ সময় তিনি আতঙ্কিত না হয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।