এবার নিজেদের তৈরি মাস্ক বিতরণ করবেন রাজবাড়ীর পুলিশ সুপার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজবাড়ীতে নিজেদের তৈরি চার হাজার মাস্ক বিনামূল্যে বিতরণের কথা জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে তিনি ব্যক্তিগত উদ্যোগে ও বন্ধুদের সহযোগিতায় ১০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করেন।

শনিবার (২৮ মার্চ) চার হাজার মাস্ক বিতরণের ঘোষণা দেন।

নিজের ব্যক্তিগত ফেসবুকে তিনি লেখেন, আজ থেকে রাজবাড়ী জেলা পুলিশ নিজেদের তৈরি মাস্ক বিতরণ করবে। সারা জেলায় বিতরণ করা হবে ৪ হাজার মাস্ক। ঘরেই থাকুন।

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, করোনাভাইরাসের আক্রমণ থেকে রাজবাড়ীবাসীকে রক্ষা করতে চাই। রাজবাড়ীবাসীর পাশে থাকবে জেলা পুলিশের সদস্যরা।

এ সময় পুলিশের এই কর্মকর্তা বলেন, টাকা হলেই বাজারে খাবার মিলছে। কিন্তু অধিক টাকা দিয়েও অনেক সময় মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি এবার নিজেরাই চার হাজার মাস্ক তৈরি করে তা বিনামূল্যে বিতরণ করব। এ কাজে আমার পুলিশ সদস্যরা রাত জেগে কাজ করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন: ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবেন রাজবাড়ী পুলিশ সুপার

বিজ্ঞাপন