হাসান হাফিজের একগুচ্ছ কবিতা

  • হাসান হাফিজ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রহস্য বুঝি না

এই নাও ছায়াশান্তি
এই নাও মায়াকান্তি
এই নাও
প্রাকৃতিক ঘুম
নিঃশব্দ নিঝুম।

বিজ্ঞাপন

এই নাও সুগন্ধি চুলের স্মৃতি
চুম্বনের তৃষিত গাঢ়তা
এই নাও আলিঙ্গন
মিলনে সম্ভোগে সুখ
পরিতৃপ্তি ভরে দিক বুক

বুক তো ভরে না হায়
কোথায় গোপনে যেন
শূন্যতার দয়ার্দ্র বেহালা
বেহাল বেগানা হয়ে
মিহিসুরে নিরল ক্রন্দসী
রহস্যের আদিঅন্ত কিছুই বুঝি না...

বিজ্ঞাপন


স্বাধীনতা: স্বপ্ন স্বস্তি আলো

তুমি শুধু সামান্য শব্দই নও
জাগর ডাগর কোনও নক্ষত্রের প্রতিরূপ
আত্মার উত্থানও তুমি
স্বাধীনতা তুমি এক অবর্ণন
রক্তে ফোটা নান্দনিক ফুল
তোমাকে ফোটাতে হলে প্রয়োজন
অগণন প্রাণের মাশুল।
স্বাধীনতা তুমি কী শিশির
সূর্যছবি এইটুকু শরীরে তোমার
নৈপুণ্যে ধারণ করা অসম্ভব,তাও দেখি
কী আশ্চর্য সুনিপুণ ফুটিয়ে তুলেছো
একে বলা যেতে পারে সহজিয়া দক্ষতার কারুকৃতি
একমাত্র জাদুশিল্পে যা কিছু সম্ভব!

তুমি শুধু দ্যুতিময় শব্দমাত্র নও
লক্ষ কোটি শব্দের সপ্রাণ উৎস
তুমি ছন্দ তুমি ধ্বনি
তুমি স্বপ্ন তুমি আলো
চিত্রকল্প বীণার ঝঙ্কার তান
স্বাধীনতা তুমি এক
ঐশিতা আনন্দধূপ
অস্তিত্বকাঁপানো হর্ষ মরমিয়া গান!

বলা যায় নদীকেই

নদীর কথা ভাবতে পারি
¯্রােত ছলোছল নদী
উজানে বাঁধ কে দিয়েছে
তারা কী সব মানুষ?
নদী তো আর আগের ধর্মে নাই!
মলিন মর্মে শূন্যতা ঘাই
অকূল পাথার দিশা না পাই
হায় রে আমার নদী
তোমার জন্য বুক-বাগানে
নিভৃতি এক দুঃখ পুষে
হারাই সকল কুল
লোকজনে কয় এই তো হবে
বলতে পারো ইচ্ছা মরণ
আনন্দময় ভুল
মিথ্যে না এক চুল।
আবার ফিরি নদীর কাছে
নদী আমায় উদাস করে দাও
ছোট্টমোটো ডিঙি ভেলায়
পাপীকে নাও সওয়ার করে
দূর পানে ভাসাও।
কবির সুহৃদ বন্ধু নদী
তানতরঙ্গে জোয়ার ভাটায়
স্বাধীনতার আনন্দ রঙ
ছড়াও বন্ধু ছড়িয়ে দিতে থাকো।

আকাশ-পিপাসা

ক.
আকাশের প্রিয় হচ্ছে আলো
অন্ধকার পছন্দের নয়
আাঁধার তাড়িয়ে দাও
বনে ও বাদাড়ে
সেখানে স্বচ্ছন্দ সে
জায়গা যেটা যার,

খ.
আকাশের তৃষ্ণা সুখ
অনন্ত অসীম, তাই
সাগরের বৈশিষ্ট্যও
অতটা অতল
হতে পারবে না
সেই স্নিগ্ধ গভীরতা
মিছেমিছি খুঁজে মরছো
মানুষের মাঝে

গ.
আহা রে আকাশ,
কেন তুমি পিপাসা বাড়াও
অস্তিত্বে ও অনস্তিত্বে
মেঘ বৃষ্টি হয়ে তুমি
নিজেকে ছাড়াও।

পথের বন্দিশ

পথ আর কতটুকু
চলতে চলতে ভাবি
চিন্তার চৈতন্য জুড়ে
জটিল বিন্যাস ভঙ্গি
কাঠামো ও কলকব্জা
আকাক্সিক্ষত অমরতা
দূরত্বেই থেকে যায়
নৈরাশ্য মেঘের নৃত্য
দুই কূল প্লাবি
পথ হয়তো সবটুকুই
পুরোটা জীবনই বুঝি পথ
হারিয়ে গন্তব্য দিশা
আলসেমি ও বিবমিষা
তীব্র হতে থাকে দিনদিন
আশ্চর্য এ অনুভূতি ঋণ
ভুলে যাই প্রতিজ্ঞা শপথ
চলতে চলতে ভাবি
ভাবতে ভাবতে চলি
সেই সঙ্গে মনে মনে বলি
পথে জন্ম মৃত্যুও পথের প্রাপ্য
আহা বেশ,দুঃখ কিছু নাই
ধরাধাম তোমারে আমার
ভালোবাসা সোহাগ জানাই...

# #