চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ লেখক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথম বারের মতো ৫ জন লেখক পাচ্ছেন ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার-২০২৩’।

তাঁরা হচ্ছেন- কবিতায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ প্রবন্ধে সরকার আব্দুল মান্নান, এবং গবেষণায় ড. সালিম সাবরিন।

বিজ্ঞাপন

চন্দ্রাবতী পত্রিকার সম্পাদক অহনা নাসরিন জানান, শনিবার (২৯ জুলাই) চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার-২০২৩ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ০৬ অক্টোবর পুরস্কারপ্রাপ্ত ৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহে তা প্রদান করা হবে। চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ এবং উত্তরীয়।

উল্লেখ, ২০২৩ সালের ৮ মার্চ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর নামে আনুষ্ঠানিকভাবে সাহিত্যের ছোট কাগজ ‘চন্দ্রাবতী’র পথচলা শুরু। চতুর্মাসিক ছোটকাগজ 'চন্দ্রাবতী' প্রকাশিত হবে চারমাস অন্তর অন্তর। তার পাশাপাশি প্রতি বছর অক্টোবর মাসের ৬ তারিখ সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হবে ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার’।

বিজ্ঞাপন