ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে আন্দোলন অব্যাহত

  কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণ
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দ্বিতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা/ছবি: বার্তা২৪.কম

দ্বিতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা/ছবি: বার্তা২৪.কম

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টিএসসি এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন
আলপনা এঁকে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা

সরেজমিনে দেখা যায়, ঢাবি রোকেয়া হলের সামনে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী নানা আলপনা আকঁছেন। এছাড়া বিভিন্ন প্লেকার্ড নিয়ে ছাত্রলীগ তাদের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

বিচারের দাবিতে অনশনে চার শিক্ষার্থী

এদিকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যের নিচে টানা দুই দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন ঢাবির ৪ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। তারা বিভিন্ন ব্যানারে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে টিএসসি এলাকায় জমায়েত হচ্ছেন।