চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভে জবি শিক্ষার্থীরা

  কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণ
  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চোখে কালো কাপড় বেঁধে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ/ছবি: বার্তা২৪.কম

চোখে কালো কাপড় বেঁধে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ/ছবি: বার্তা২৪.কম

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে মেয়েরা এই বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও চোখে কালো কাপড় বেঁধে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন
প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অবস্থান

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ১১ তম ব্যাচের শিক্ষার্থী নামিরা নাওয়ার বলেন, মেয়ে হিসেবে আমরা এই নিরব প্রতিবাদ করছি।

একই ব্যাচের শিক্ষার্থী আয়েশা আজাদ সামিয়া বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী। মেয়েদের পক্ষ থেকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদেরকে নারী হিসেবে দেখুন, পণ্য হিসেবে নয়। আমরা আমাদের সচেতনতা নিশ্চিত করতে চাই।

বিজ্ঞাপন