শ্রমিকদের আন্দোলনের মুখে পদত্যাগ আফতাবের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো: আফতাব হোসেন, ছবি: সংগৃহীত

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো: আফতাব হোসেন, ছবি: সংগৃহীত

শ্রমিকদের টানা আন্দোলনের মুখে অবশেষে সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ালেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো: আফতাব হোসেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে নিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এতে তিনি শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। এছাড়াও বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সহ-সভাপতি ইউনুস আলীকে খানকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

বরিশাল জেলা সড়ক পরিবহন (বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস) শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন জানান, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো: আফতাব হোসেন পদত্যাগে শ্রমিকরা খুশি হয়েছেন। তাদের দীর্ঘ দিনের আন্দোলনের দাবী পূরণ হয়েছে। এখন মালিক সমিতি ভালো লোক দেখে যাকে সভাপতি বানাবে আমরা শ্রমিক সংগঠন তাকেই মেনে নিবো।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় প্রভাতি পরিবহনের চালক আলমগীর হোসেনকে মারধর করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময় শ্রমিকদের নির্যাতন করা এবং বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। আর ওই ঘটনাকে কেন্দ্র করেই শ্রমিকরা দফায় দফায় আন্দোলন করে পদত্যাগের দাবি জানিয়ে আসছিলো।