মাদক মামলায় নারী ব্যবসায়ীর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পুলিশের দায়ের করা মাদক আইনের মামলায় এক নারী মাদক ব্যবসায়ীকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত হলেন, বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বয়সা এলাকার মোঃ মিলন সরদারের স্ত্রী পুতুল বেগম।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৭ মে গৌরনদী থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাই বাজারে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী পুতুল বেগমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ওই দিনই গৌরনদী থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ মাজাহারুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

২০১৭ সালের ১৮ জুন গৌরনদী থানার এস.আই মোঃ তরিকুল ইসলাম আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে এ রায় প্রদান করেন।