শিক্ষায় তথ্য-প্রযুক্তিকে প্রাধান্য দেবেন নওফেল
শিক্ষা খাতে তথ্য-প্রযুক্তিকে আরো প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘চট্টগ্রামে আইটি খাতের প্রসারে কাজ করছে সরকার। এখানে আইটি পার্ক হচ্ছে, আইটি ভিলেজ হচ্ছে। অদূর ভবিষ্যতে আইটি সিটি হবে চট্টগ্রাম।’
শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের যৌথ উদ্যোগে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্বিতীয় চিটাগং আইটি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নওফেল বলেন, ‘চট্টগ্রামের ব্যবসায়ীরা পারিবারিক ঐতিহ্যের ভিত্তিতে ব্যবসা করেন। সময় এসেছে, সচেতন হতে হবে। বঙ্গবন্ধুকন্যা দায়িত্ব নেওয়ার পর তথ্য-প্রযুক্তির প্রসারে ব্যাপক পরিবর্তন এনেছেন। সরকারি দফতরে ই-নথি ফাইল হচ্ছে। অটোমেশন হওয়ায় দুর্নীতি কমেছে। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতার পরিচয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের সভাপতি মো. আবদুল্লাহফরিদ, চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ।
আগামী ২৮ জানুয়ারি সোমবার পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ভারতের দুইটিসহ ৩০টি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে।