ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেল ও জলের মতো

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক । ছবি: বার্তা২৪.কম

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক । ছবি: বার্তা২৪.কম

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেল ও জলের মতো। তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে, তাই তারা পরস্পরের কথা শুনবে কেন?’

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে উন্নয়ন হোক তা চায় না বিএনপি। কারণ তারা জানে জনগণ তাদের চায় না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করছে। তবে তাতে নির্বাচন প্রক্রিয়া কোনো ভাবেই ব্যাহত হবে না।’

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, এম.জি হাক্কানী, কাজী আজহারুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন