নির্বাচন নিয়ে বিএনপির মামলা ভিত্তিহীন: আইনমন্ত্রী
একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দায়ের করা সবকটি মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে হাউজ অব কমনের যে ৬ জন রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছে, তারা বাংলাদেশ সম্বন্ধে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার ভুইয়া জীবনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।