চুড়িহাট্টা ট্র্যাজেডি: নিজ গ্রামে ডা. রাসুর দাফন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত তরুণ চিকিৎসক ডা. ইমতিয়াজ ইমরুল রাসুর মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তার নিজ গ্রাম পাবনার বেড়া উপজেলাপর কাশিনাথপুরের রাকসা সাফুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

রাকসা সাফুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের বড় ছেলে ছিলেন রাসু। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিন বোন ও দুই ভায়ের মধ্যে তৃতীয় রাসু।

তার মা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দুর্ঘটনার ২ ঘণ্টা আগে ছেলের সঙ্গে আমার কথা হয়েছিল। রাসুর স্বপ্ন ছিল, সে তার বড় দুই মামার মতো নিজ গ্রামে একটি সেবা কক্ষ তৈরি করবে। এলাকার গরীব, অসহায় অসুস্থ মানুষদের সেবা করবে।’

বিজ্ঞাপন

ছেলে হারানোর বেদনায় ভেঙে পড়েছেন রাসুর বাবা নজরুল ইসলামও।

নিহত ডা. ইমতিয়াজ ইমরুল রাসুর নামাজের জানাজায় স্থানীয় শত শত মুসল্লিদের সঙ্গে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আমান সিদ্দিকও অংশ নেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষই নিহত ও আহত হয়েছেন। এ ঘটনায় যারা নিহত হলেন, আমরা তাদের মাগফেরাত কামনা করি।’