কুমিল্লায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বৃষ্টিতে জনশূন্য হয়ে পড়ে কুমিল্লার রাস্তাঘাট, ছবি: বার্তা২৪

বৃষ্টিতে জনশূন্য হয়ে পড়ে কুমিল্লার রাস্তাঘাট, ছবি: বার্তা২৪

ফাল্গুনের মাঝামাঝি এ সময়ে পশ্চিমা লঘুচাপে কুমিল্লায় দেখা দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোর থেকেই কুমিল্লার আকাশ ছিল মেঘলা। থেমে থেমে মেঘের গর্জন। এর পর শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টিতে জনজীবনে নেমে আসে দুর্ভোগ।

বিজ্ঞাপন

বৃষ্টি কখনও ঝিরিঝিরি আবার কখনও গুঁড়ি গুঁড়ি ফের কিছুক্ষণ অবিরাম চলে। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।

হঠাৎ এই বৃষ্টির কারণে সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পড়তে হয় দুর্ভোগে। এ সময়ে বৃষ্টির কারণে নগরীতে যানবাহনের সংখ্যাও ছিল খুব কম।

বিজ্ঞাপন

যার ফলে নির্ধারিত সময়ে অনেকেই কর্মস্থলে পৌঁছাতে পারেননি। বৃষ্টিতে কয়েকটি সড়কে এবং গলিতে পানি জমে যায়।

আমান উল্লাহ নামে এক চাকরিজীবী বার্তা২৪.কম-কে জানান, সকালে হঠাৎ বৃষ্টির কারণে ছেলে-মেয়েদের স্কুলে যেতে দেরি হয়েছে। অন্যদিকে যানবাহনের সংখ্যা কম থাকায় নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত যেতে পারিনি।