কুমিল্লায় বিজিবি'র সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের গোলাগুলি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুমিল্লায় বিজিবির সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ হারুন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।

তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে জেলার বুড়িচংয়ের জামতলা আদর্শগ্রাম (পাঁচ পিলার) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইকবাল হোসেন কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি আনুমানিক পৌনে তিনটার দিকে উপজেলার বড়জ্বালা বিওপি’র টহল দল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পূর্ব কোটেশ্বর নামক স্থান হতে আমড়াতলী গ্রামের মৃত মোহনের ছেলে মোঃ হারুনকে (৩৫) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আটক করে।

পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট মঙ্গলবার ভোর রাতে জেলার বুড়িচংয়ের জামতলা আদর্শগ্রাম (পাঁচ পিলার) নামক এলাকার সীমান্ত মেইন পিলার-২০৬৬/৭-এস এর নিকট দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বড়জ্বালা বিওপির’র সুবেদার মোঃ জহুরুল ইসলাম এবং খারেরা বিওপি’র হাবিলদার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে যৌথ টহল দল মাদক ব্যবসায়ী মোঃ হারুনকে নিয়ে ঘটনা স্থলে অবস্থান করে।

ভোর রাতে চোরাকারবারী মাদক ব্যবসায়ীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এই সুযোগে আটককৃত মোঃ হারুনও টহল দল হতে বিচ্ছিন্ন হয়ে চোরাকারবারীদের সাথে যোগ দেয়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এ ঘটনায় মাদক কারবারী মোঃ হারুনের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় টহল দল তাকে আবারও আটক করে চিকিৎসার জন্যে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল হতে ২ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে বিকেলে বুড়িচং থানায় মামলা দায়ের করেছে বলে অধিনায়ক লে: কর্নেল মোঃ ইকবাল জানান।