প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে উঠলেন বৃদ্ধা বানতের নেছা

  • জাহিদ পাটোয়ারী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে উঠলেন বৃদ্ধা বানতের নেছা / ছবি: বার্তা২৪

প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে উঠলেন বৃদ্ধা বানতের নেছা / ছবি: বার্তা২৪

বৃদ্ধ বয়সে ভাঙা কুড়ে ঘরে কোনো রকম দিনপার করছিলেন ৮৩ বছরের বৃদ্ধা বিধবা বানতের নেছা। তিনি ভেবেছিলেন এই ভাঙা ঘরে এভাইে হয়তো জীবনের শেষ সময়টা অতিবাহিত করতে হবে। কিন্তু তার ভাবনা ভাবনাতেই আটকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দ্ররিদ্রদের জন্য আলোর দিশারী হয়ে আসে আশ্রয়ন-২ প্রকল্প।

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান নিয়ে যে প্রকল্পের আওতায় সারাদেশে জমি আছে ঘর নেই এমন দরিদ্র মানুষদের তালিকা তৈরি করে তাদের জমিতে সম্পূর্ণ সরকারি খরচে আধা পাকা ঘর ও একটি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হচ্ছে। সেই সুবিধা ভোগীদের একজন কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের আলীরচর গ্রামের বৃদ্ধা বানতের নেছা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে তার যেন খুশির অন্ত নেই। বার্তা২৪.কমকে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আপ্লুত হয়ে পড়েন, বলেন, ‘আগে আমি অনেক কষ্টে দিন কাডাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে একটা ঘর কইরা দিছে, একটা টয়লেট কইরা দিছে। অহন আমার আর কোনো কষ্ট নাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইগা দোয়া করি, আল্লাহ যেন তাঁরে সুস্থ রাহে (রাখে)।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান বার্তা২৪.কমকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে মোট ৩৭৬টি দরিদ্র পরিবারকে তাদের নিজেদের জমিতে সরকারি খরচে আধা পাকা ঘর ও একটি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বার্ত২৪.কমকে বলেন, ‘আশ্রয়ন-২এর জমি আছে ঘর নেই প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি বিশেষ প্রকল্প। আমরা এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি কমিটি করে মাঠ পর্যায় থেকে যারা ঘর পাবার উপযুক্ত তাদের তালিকা করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছি। গঠিত কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন প্রকল্পের সকল কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু বার্ত২৪.কমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার, জনগণের সরকার এবং জনবান্ধব সরকার। দেশের দরিদ্র মানুষের সরকারি খরচে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে, এই সরকার জনগণের কল্যাণে প্রান্তিক পর্যায়েও কাজ করে যাচ্ছেন।’