কুমিল্লায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলা গেইট এলাকায় একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বার্ত২৪.কমকে জানান, সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে খালের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে দুপুর ১টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের মাথা এবং ডানপায়ে আঘাতের চিহ্ন এবং পরনে লুঙ্গি রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে।