বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতীর রক্ষা প্রকল্প উদ্বোধন
মেঘনার ভাঙন ঠেকাতে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া-গোবিন্দপুর এলাকায় নদীর তীর রক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম।
শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে উলানিয়া করনেশন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (দক্ষিণ) জুলফিকার আলী হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রমজান আলী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়, সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) শুকুমার রায়, নির্বাহী হাকিম মো. রাসেল ইকবাল প্রমুখ।
৩৮৬ কোটি টাকার এই প্রকল্পটি গত সরকারের শেষ সময়ে একনেকের সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মোট বাজেটের ২০০ কোটি টাকা বাঁধ নির্মাণে ও ১৮৬ কোটি টাকা নদী ড্রেজিংয়ে ব্যয় হবে।
এর আগে মেহেন্দিগঞ্জের ভাঙ্গন কবলিত শ্রীপুর, জাঙ্গালিয়া, চরগোপালপুর, রুকুন্দি, সাদেকপুর, চানপুর এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম।