মাথায় লাল গামছা, মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজ বাড়ির অদূরে ফসলি জমিতে কাজ করার সময় কয়েকশ মৌমাছির কামড়ে আব্দুর রহিম শাহ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম শাহ নীলফামারী সদর উপজেলার সোনারায় গ্রামের মৃত সরিতুল্ল্যাহ শাহের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই কৃষক মাথায় লাল রঙের গামছা পেঁচিয়ে ফসলি জমিতে কাজ করছিলেন। হঠাৎ শতশত মৌমাছি তার ওপর আক্রমণ করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন