নীলফামারীতে আ.লীগের দু্ই পক্ষের সংঘর্ষ: নিহত ১
উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবুলের সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতীকের নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার সরকার নিহত হয়েছেন।
তিনি গাড়াগ্রাম ইউনিয়নের ডাকু পাড়ার ওপেন কুমার সরকারের ছেলে এবং মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান পদপ্রর্থী গাড়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপ্লব কুমার সরকারের বড় ভাই।
রোববার (৩ মার্চ ) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান বাজার নামক স্থানে নৌকা ও মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তপন সরকার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।