হালদা নদী থেকে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

চট্টগ্রামের হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্নস্থানে একযোগে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করতে পারেনি প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। বার্তা২৪.কমকে তিনি বলেন, হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে সরকার। এখানে জাল ফেলা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে জাল ব্যবহারের খবর পেয়ে অভিযান পারিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও রুহুল আমিন।