প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে ডা. মাজহারুল হক ওয়ার্ড উদ্বোধন
কিশোরগঞ্জের চিকিৎসক, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ. এ. মাজহারুল হককে সম্মাননা জ্ঞাপন করেছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল। এ উপলক্ষ্যে ডা. এ. এ. মাজহারুল হকের নামে হাসপাতালের একটি ওয়ার্ডের নামকরণ করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ডা. মাজহারুল হক ওয়ার্ডের নাম ফলক উন্মোচন করা হয় ৭ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ডাক্তারবাড়িস্থ প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ডা. এ. এ. মাজহারুল হক সংবর্ধনা ও ওয়ার্ড নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ, ফার্স্টলেডি মিসেস রাশিদা খানম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র, সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ, রাজনীতিবিদ ভূপেন্দ্র ভৌমিক দোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান।
ঐ দিন দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় চোখের ছানি অপারেশন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।