ঝালকাঠিতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত। ছবি: বার্তা২৪.কম

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত। ছবি: বার্তা২৪.কম

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়।

শনিবার (৯ মার্চ) সকালে স্থানীয় শিশু পার্ক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর।

বিজ্ঞাপন

হা-ডু-ডু খেলায় ঝালকাঠি অটোশ্রমিক ইউনিয়ন ও নৈকাঠি শ্রমিক ইউনিয়ন অংশ নেয়। খেলায় ২-৩ সেটে ঝালকাঠি অটোশ্রমিক ইউনিয়ন বিজয়ী হয়। বিপুল সংখ্যক দর্শক গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন। মেলায় আগত দর্শনার্থীরাও ছুটে আসেন হা-ডু-ডু খেলা দেখতে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ খেলার আয়োজন করে। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু।

বিজ্ঞাপন