নিউজিল্যান্ডের মসজিদে হামলা

পটুয়াখালীতে মন্দির-গির্জায় নিরাপত্তা জোরদার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিভিন্ন উপাসনালয়ে র‍্যাবের নিরাপত্তা জোরদার, ছবি: বার্তা২৪

বিভিন্ন উপাসনালয়ে র‍্যাবের নিরাপত্তা জোরদার, ছবি: বার্তা২৪

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পরে পটুয়াখালীর বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮।

রোববার (১৭ মার্চ) সকাল থেকে ভিন্নধর্মী বিভিন্ন উপাসনালয়গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/17/1552824513028.jpg

র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, পটুয়াখালীর সদর উপজেলার মাটি ভাঙ্গা শান্তিরাণী গির্জা, কলাপাড়ার নীলগঞ্জ সদরপুর খ্রিষ্টান পাড়া, শহরের তিতাস মোড়ের বৌদ্ধ বিহার। বরগুনার পাথরঘাটার কালমেঘা (ইউপি খ্রিষ্টীয় মণ্ডলী চার্চ অব ক্যাথলিস্ট), বেতাগীর দেশন্তরকাঠি এলাকার উপাসনালয়সহ ওই উপজেলার সকল মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খান বলেন, 'নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পরে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় কয়েকস্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে করে সন্ত্রাসীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোন ধরনের হামলা ও কোন ধরনের নাশকতা না ঘটে। এ জন্য র‌্যাবের এ নজরদারি অব্যাহত থাকবে।'