একা ছিলেন, আগুনে অঙ্গার হলেন শ্রবণ প্রতিবন্ধী নারী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঝালকাঠির রাজাপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে সূরাতুন্নেছা (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী মারা গেছেন। এ ঘটনায় ওই ঘরটি সম্পূর্ণ পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) গভীর রাতে রাজাপুর উপজেলার উত্তর পুটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। সূরাতুন্নেছা ওই গ্রামের মৃত তানজের আলীর স্ত্রী।

বিজ্ঞাপন

রাজাপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, ওই বৃদ্ধ নারীকে ঘরে একা রেখে তার ছেলে খুলনার দৌলতপুরে বায়তুল আহাদ জামে মসজিদের ইমাম মাও. এছাহাক আলীর অসুস্থ ছেলে হাফিজুর রহমানকে দেখতে যান। এরপর ডাক্তার দেখানোর জন্য মাটিভাঙ্গায় হাফিজুর রহমানকে তার স্ত্রী তাসলিমা বেগমের বাবার বাড়িতে পৌঁছে দেন।

এদিকে সূরাতুন্নেছা নামে ওই বৃদ্ধ নারী ঘুমানোর পর গভীর রাতে তার ঘরে আগুন দেখতে পায় প্রতিবেশীরা। পরে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে এরই মধ্যে পুরো ঘর ও ওই নারী আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রতিপক্ষরা ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।