তুচ্ছ ঘটনা, একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-মা, ভাই-বোনসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর জাগির গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই গ্রামের শৈলেন হালদারের সঙ্গে তার ভাই সুনিলের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে শৈলেন হালদারের ভাইয়ের ছেলে সুশান্ত, সন্তোষ, সুমন ও নাতি সমিরসহ ৫-৭ জন বহিরাগত বিরোধপূর্ণ জমি থেকে দুইটি রেইনট্রি গাছ কাটে। এ সময় শৈলেন হালদার বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটি শুরু হলে শৈলেন হালদারের স্ত্রী, মেয়ে সীমা, ছেলে বঙ্কিম ও শ্যামল ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে সুশান্তসহ বহিরাগতরা ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন