সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ। ছবি: বার্তা২৪.কম

সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ। ছবি: বার্তা২৪.কম

ভারতের মোহদিপুর এলাকায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

সম্প্রতি নির্বাচন উপলক্ষে ভারতের মোহদিপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। ফলে আজ এ বন্দর দিয়ে পণ্যবোঝাই কোনো ট্রাক ভারত থেকে প্রবেশ করেনি এবং সোনামসজিদ বন্দর থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি।

বিজ্ঞাপন

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.মেসবাহ জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সোনামসজিদ বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে পণ্যবোঝাই ট্রাক, স্বাভাবিক রয়েছে লোড-আনলোড কার্যক্রম। অপর দিকে ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।