চাঁপাইনবাবগঞ্জে দেড় হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) অভিযান চালিয়ে খেজুরগুলো উদ্ধার করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের নের্তৃত্বে সকালে পুরাতন বাজারের সুমাইয়া স্টোরে অভিযান চালানো হয়। সেখান থেকে মেয়াদোত্তীর্ণ এক হাজার ৩৪০ কেজি বিদেশি খেজুর উদ্ধার করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত ওই গুদামের মালিক ও ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।
আসন্ন রমজান উপলক্ষে খেজুরগুলো গুদামজাত করে রাখা হয়েছিল। দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপস্থিতিতে মেয়াদোত্তীর্ণ এসব খেজুর ধ্বংস করা হয়।