পটুয়াখালীতে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট পটুয়াখালী বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত নারী মাদক ব্যবসায়ী / ছবি: বার্তা২৪

আটককৃত নারী মাদক ব্যবসায়ী / ছবি: বার্তা২৪

পটুয়াখালী শহরের গুলবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেনসিডিলসহ আসমা বেগম (২৯) নামে নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফেন্সি মাসুদের বাড়ি সংলগ্ন কচুরিপানার মধ্যে থেকে বস্তা এবং ড্রামে ভর্তি ৪০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাসুদুর রহমান ওরফে ফেন্সি মাসুদের স্ত্রী মাদক ব্যবসায়ী আসমা বেগমকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পটুয়াখালী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার জাকির হোসেন জানান, উদ্ধার হওয়া ফেনসিডিলের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ীদের ধরতে ডিবি পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন