নীলফামারীতে ওরসের বাস উল্টে আহত ৪৫
নীলফামারীতে ওরসের বাস উল্টে পুকুরে পড়ে ৪৫ আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (২৮ এপ্রিল) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জের রনচন্ডী সোনাখুলিতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়ায় নকশবন্দী মোজাদ্দেদীয়া দরবার শরীফে ওরস পালন শেষে রাশিদা এন্টারপ্রাইজ নামের একটি বাসে করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ফিরছিলেন বাসের যাত্রীরা। নীলফামারীর কিশোরগঞ্জের রনচন্ডী সোনাখুলি এলাকায় পৌছলে বাসটির চাকা ফেটে গিয়ে বাসটি উল্টে পুকুরে গিয়ে পড়ে। এতে বাসের ৪৫ যাত্রী আহত হন।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রামের সদর ও ভুরুঙ্গামারী উপজেলায়।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্তি কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে পাঠিয়েছে।