কুয়াকাটায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে হোটেল-মোটেল
ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি কমাতে মূল বেড়িবাঁধের বাইরে অবস্থান করা মানুষদের সাইক্লোন শেল্টার কিংবা উঁচু ভবনে আশ্রয় নেয়ার জন্য মাইকিং করছে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ভলান্টিয়াররা।
কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় বৃহস্পতিবার (২ মে) রাতেও তাদের মাইকিং করতে দেখা গেছে।
সিপিপি ভলান্টিয়ার নিজাম শেখ জানান, বিকাল থেকেই তারা মাইকিং করছেন। যে সব পরিবার বেড়িবাঁধের বাইরে বসবাস করেন তাদের নিরাপদ স্থানে নিয়ে আসতে তারা কাজ করছেন।
এদিকে কুয়াকাটায় যেসব উঁচু হোটেল মোটেল রয়েছে সেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেয়ার জন্য ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। তবে কুয়াকাটাসহ দক্ষিণ উপকূলের আবহাওয়া এখনো ভালো থাকায় মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছে না।
জানা গেছে, যেসব পর্যটক কুয়াকাটায় অবস্থান করেছিল তাদের অনেকেই নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। আর যেসব পর্যটক এখনো কুয়াকাটায় অবস্থান করছেন তাদেরও নিরাপদে থাকতে বলা হয়েছে।