দুর্বল হয়েছে ফণী, মংলা বন্দরের জেটিতে কাজ শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্বল হয়েছে ফণী, মংলা বন্দরের জেটিতে কাজ শুরু। ছবি: বার্তা২৪.কম

দুর্বল হয়েছে ফণী, মংলা বন্দরের জেটিতে কাজ শুরু। ছবি: বার্তা২৪.কম

ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে পড়ায় মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ৩ নম্বর সংকেত দেয়ার পর এখানকার আবহাওয়া অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।

শনিবার (৪ মে) দুপুর থেকে এখানকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও মাঝে মধ্যে রৌদ্রজ্জ্বল দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকায় দুপুর থেকে মংলা বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা।

তিনি আরও জানান, রোববার সকাল থেকে বন্দরে বিদেশি জাহাজের চলাচল ও পণ্য বোঝাই-খালাস এবং পরিবহন কাজ শুরু হবে। এছাড়া মংলা বন্দর জেটিতে আশ্রয় নেয়া নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজগুলো চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এদিকে সিগন্যাল কমে যাওয়ায় এবং কোনো ধরনের ঝড়-বৃষ্টি না হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে।