পায়রার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
‘ঘূর্ণিঝড় ফণীর গতিবিধি লন্ডনে বসে সার্বক্ষণিকভাবে মনিটরিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার (৩ মে) দেশের সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ কারণেই আল্লাহর অশেষ রহমতে আমাদের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে অনেক বেশি ক্ষতি হয়েছে।’
রোববার (৫ মে) সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ পায়রা নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
প্রতিমন্ত্রী জানান, ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আগামীকাল সোমবার (৬ মে) থেকে পুনর্নির্মাণ শুরু হবে।
তিনি আরও জানান, জরুরি রক্ষণাবেক্ষণের আওতায় বাঁধগুলো পুনর্নির্মাণ করা হবে। এছাড়া ডেল্টা প্ল্যানের আওতায় উপকূলের বাঁধগুলো কীভাবে টেকসই করে নির্মাণ করা যায় সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
পরিদর্শনকালে পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী এবং পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী কলাপাড়া উপজেলার লালুয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে যান।