পটুয়াখালীতে দুই প্রতারক আটক
পটুয়াখালীতে র্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে দুই প্রতারক গ্রেফতার হয়েছে। বুধবার (৮ মে) সন্ধ্যায় র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা গলাচিপা উপজেলার একটি মৎস্য আড়ৎ থেকে তাদের গ্রেফতার করেন।
রাতে পটুয়াখালী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতারকদের হাজির করা হয়। এরা হলো- গেলাচিপা পৌর শহরের পশ্চিম মাছগ্রাম এলাকার মৃত আ. রহমান মিয়ার ছেলে জিল্লুর রহমান এবং একই এলাকার আবুল হাসেম প্যাদার ছেলে জাকির হোসেন।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহেব আহমেদ খান জানান, গ্রেফতার হওয়া দুই প্রতারক নিজেদের র্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে গলাচিপা পৌর শহরের ১নং ওয়ার্ডের সাগরপাড় মৎস্য আড়তে চাঁদা দারি করে। বুধবার চাঁদার টাকা নিতে গেলে পটুয়াখালী ক্যাম্পের র্যাব সদস্যরা তাদের চাঁদার আট হাজার ৩৫০ টাকাসহ গ্রেফতার করে। তাদের কাছ থেকে তিন ধরনের ভিজিটিং কার্ড, ভুয়া পরিচয়পত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরা নিজেদের র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।