মেঘনায় ভেসে আসা অসুস্থ হরিণ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নদীতে ভেসে আসা অসুস্থ হরিণ / ছবি: বার্তা২৪

নদীতে ভেসে আসা অসুস্থ হরিণ / ছবি: বার্তা২৪

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে ভেসে আসা অসুস্থ একটি বন্য হরিণ উদ্ধার করেছে পুলিশ। হরিণটি নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ থেকে ভেসে এসেছে বলে পুলিশের ধারণা।

শনিবার (১১ মে) দুপুরে উপজেলার আলেকজান্ডার এলাকার নদী থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নদীতে হরিণটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। অসুস্থ অবস্থায় নদী থেকে প্রাপ্ত বয়স্ক হরিণটিকে উদ্ধার করা হয়। পরে পশু হাসপাতালের চিকিৎসক ডেকে হরিণটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘চিকিৎসা শেষে হরিণটিকে উপজেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন