কুমিল্লায় কিশোর আদিল হত্যা মামলায় গ্রেফতার ৩
কুমিল্লা নগরীতে আলোচিত কিশোর আজনাইন আদিল হত্যা মামলার তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দির বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- অনিক (১৫), খায়রুল (১৬) ও জাহিদকে (১৬)।
বুধবার (১৫ মে) দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন এসব তথ্য জানান।
তিনি বলেন, `সোমবার (১৩ মে) রাতে নগরীর মোগলটুলীতে আজনাইন আদিল তার বন্ধুরাসহ মোটরসাইকেল যোগে মোগলটুলীতে আসলে অভিযুক্তদের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে আদিল ধাওয়া করে সামনে দৌড়ে গেলে অভিযুক্তরা একত্রিত হয়ে দা দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
তানভীর সালেহীন ইমন বলেন, ‘এ ঘটনায় আদিলের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় চারজনকে এজাহারভুক্ত আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে ৩ থেকে ৪ জনকে অপরাধী হিসেবে সনাক্ত করে। এরই ভিত্তিতে পুলিশ অনিক, খায়রুল ও জাহিদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।’