হাজীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১৫ মে) বিকেলে বর্ধিত সভার আয়োজন থাকলেও অনিবার্য কারণে সভাটি স্থগিত হয়ে যায়।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন বলেন, ‘অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। পরে নোটিশের মাধ্যমে পুনরায় তারিখ জানিয়ে দেয়া হবে।’
তবে এদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, ‘ভিন্ন কথা। তিনি বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্ধিত সভা ডেকে সাধারণ সম্পাদক নিজেই অনুপস্থিত ছিলেন। বর্ধিত সভায় সাধারণ সম্পাদকের না আসায় নেতাকর্মীরা ফুঁসে উঠেছে।’
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন সোহেল বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একতরফা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকলের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে একতরফা সিদ্ধান্ত উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ মানে না।’
তিনি দাবি করে বলেন, ‘যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা যেন আওয়ামী লীগের কোনো দায়িত্ব না পান সে বিষয়ে সবাই ঐক্য ঘোষণা করেছেন।’
সরজমিনে গিয়ে দেখা গেছে, হাজীগঞ্জ বাজারের ডাকবাংলোয় আয়োজিত বর্ধিত সভায় আওয়ামী লীগের একটি অংশ প্রবেশ করতে গেলে যুবলীগের তোপের মুখে পড়ে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সভাটি স্থগিত হয়ে যায়। সভায় স্থানীয় সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।
এদিকে, সভা পণ্ড হয়ে যাওয়ায় ইফতারের খাবারগুলো এতিমখানায় দিয়ে দেয়া হয়।