কলারোয়ায় ছাত্রলীগ নেতার ৪ আঙুল কেটে দিল প্রতিপক্ষরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

হাত কেটে নেয়ার পর দ্রুত চিকিৎসা দেয়া হয় ছাত্রলীগ এই নেতাকে, ছবি: সংগৃহীত

হাত কেটে নেয়ার পর দ্রুত চিকিৎসা দেয়া হয় ছাত্রলীগ এই নেতাকে, ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় পরপর দু’দফা হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম তুষার হোসেনের হাতের ৪টি আঙুল কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহতাবস্থায় তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে লোমহর্ষক এ ঘটনা ঘটে। তুষার (৩০) উপজেলার পাটলি গ্রামের মুনছুর আলী গাজীর পুত্র। বর্তমানে কলারোয়া বাসস্ট্যান্ডে ‘তুষার ইলেকট্রনিক্স’ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।

বিজ্ঞাপন

জমি দখল সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির শীর্ষ কয়েক নেতা সরাসরি এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- বেলা দেড়টার দিকে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের সামনে উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসের নেতৃত্বে ৫/৭জন যুবক এলোপাতাড়ি তুষারকে মারধর করে। পরে তুষার চিকিৎসার জন্য কলারোয়া হাসপাতালে গেলে বেলা ২টার দিকে হাসপাতাল চত্বরেই আবারো উপস্থিত কতিপয় যুবকদের হামলার শিকার হন তুষার।

বিজ্ঞাপন

সেসময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে কোপ দিলে হাতের কবজির নিচে তালু থেকে ৪টি আঙুল পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হামলা শেষে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

গুরুতর আহতাবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তুষারকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম জানান- বেলা ২টার একটু আগে সামান্য আহতাবস্থায় ওই যুবক হাসপাতালে এসে ভর্তি হওয়ার জন্য টিকিট সংগ্রহ করে। দ্বিতীয় তলায় ওয়ার্ডে ওঠার সময় হাসপাতালের গোলচত্বরের সামনে কিছু যুবকদের হামলার শিকার হন। এতে তার ডান হাতের তালু থেকে ৪টি আঙুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরায় রেফার্ড করা হয়েছে।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান- এ ঘটনায় আহত তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আহত তুষারের পিতা মুনছুর গাজী জানান- পাটুরিয়া গ্রামে ৩৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল মন্টুদের সাথে। এরই জের ধরে দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসের নেতৃত্বে মন্টু, পলাশ, বাবু, জুয়েলসহ কয়েকজন নেতা-কর্মীরা তুষারকে বাসস্ট্যান্ড এলাকায় পিটিয়ে আহত করে। পরে হাসপাতাল চত্বরে রামদা দিয়ে তার ডান হাতের চারটি আঙুল কেটে দেয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস জানান- একটি জমি ক্রয় ও বিক্রয় নিয়ে বিরোধ চলে আসছিল উপজেলার পাটলিয়া গ্রামের মুনসুর আলী গাজীর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা জিএম তুষারের সাথে। এই নিয়ে বেলা ১টার দিকে কলারোয়া ইসলামী ব্যাংকের সামনে সাবেক ছাত্রলীগ নেতা তুষার ও উপজেলা ছাত্রলীগ নেতাদের সাথে কথা কাটাকাটি ও মারপিট হয়। এতে উভয় পক্ষের মধ্যে ২/৩ জন সামান্য আহত হয়। পরে ছাত্রলীগ নেতা তুষার বিষয়টি নিয়ে থানা পুলিশকে অবগতি করে কলারোয়া হাসপাতালে ভর্তি হন। এ খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী বেলা দেড়টার দিকে সেখানে উপস্থিত হন। হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা তুষারের সাথে ছাত্রলীগ নেতা কর্মীরা কথা বলতেই হঠাৎ লোহাকুড়া গ্রামের বাবু তার কাছে থাকা দা দিয়ে তুষারকে কোপ দেয়। এতে সে হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাত কেটে যায়। বাবু ছাত্রলীগের কেউ নয়। সে জামায়াত পরিবারের সদস্য। সে বিষয়টি ঘোলাটে করতে এ ঘটনাটি ঘটিয়েছে বলে তার ধারণা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাগর হোসেন জানান- একটি গ্রুপ ছাত্রলীগের সুনাম নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তুষারের মারপিটের সময় তিনি হাসপাতালের বাহিরে ছিলেন।