'মোবাইল জার্নালিজম ছাড়া কেউ টিকতে পারবে না'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সঙ্গে জেলা-স্টাফ করেসপন্ডেন্টদের বৈঠক, ছবি: বার্তা২৪

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সঙ্গে জেলা-স্টাফ করেসপন্ডেন্টদের বৈঠক, ছবি: বার্তা২৪

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন বলেছেন, ‘বার্তা২৪.কমের সকল সাংবাদিককে মোবাইলে সংবাদ লিখতে জানতে হবে। বড় ধরণের ঘটনা দ্রুত নিউজরুমে পাঠাতে হবে। এজন্য মোবাইল জার্নালিজমে প্রাধান্য দিতে হবে। মোবাইল জার্নালিজম ছাড়া সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। এটি ছাড়া কেউ সাংবাদিকতায় টিকে থাকতে পারবে না।’

শনিবার (১৮ মে) বিকেলে ঢাকায় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় সারাদেশে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় বার্তা২৪.কমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দেশের অনলাইন নিউজ পোর্টালের পথিকৃৎ আলমগীর হোসেন আরও বলেন, ‘সাংবাদিকতায় সবাইকে নতুন নতুন গল্প তৈরি করতে হবে। একজন সাংবাদিককে যেকোনো বিষয়ে লিখতে জানতে হবে। সামনে যা আসবে তা নিয়েই নতুন একটি গল্প উপস্থাপন করতে হবে। তবে অবশ্যই সংবাদ লেখার সময় শুদ্ধ বানানের দিকে লক্ষ্য রাখতে হবে। ১০ মিনিট আগে নয়, পরে দিয়ে বানান সঠিক রাখতে হবে। একটি সংবাদের শব্দগুলোর বানান কয়েকবার দেখে তারপর সবার উদ্দেশ্যে পরিবেশন করতে হবে।’

উল্লেখ্য, হাটি হাটি পা পা করে বার্তা২৪.কমের এক বছর পূর্ণ হয়েছে। পদার্পন করেছে দ্বিতীয় বছরে। ইতোমধ্যেই মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল হিসেবেও বার্তা২৪.কম খ্যাতি অর্জন করেছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের সমস্যা-সম্ভাবনা, প্রকৃতি-পরিবেশ, ইতিহাস-ঐতিহ্য ও খেলাধুলাসহ বিভিন্ন সংবাদ পরিবেশন নিয়ে এগিয়ে যাচ্ছে বার্তা২৪.কম।

বিজ্ঞাপন