কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সেলিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৯ মে) গভীর রাতে আদর্শ সদর উপজেলার শাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুই হাজার ২০ পিস ইয়াবা জব্দ করার কথা জানিয়েছে বিজিবি।

নিহত সেলিম গোলাবাড়ি গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে।

বিজ্ঞাপন

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার রাত ১ টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তের শাহাপুর দরগাহ মাদরাসার কাছে অবস্থান নেয়।

এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে সেলিম নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় সোমবার (২০ মে) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।