চিংড়ির পোনা-গরু উদ্ধার করেছে কোস্টগার্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

৪০ লাখ পিস উদ্ধার করা চিংড়ির পোনা। ছবি: বার্তা২৪.কম

৪০ লাখ পিস উদ্ধার করা চিংড়ির পোনা। ছবি: বার্তা২৪.কম

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায় কোস্টগার্ড পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চিংড়ির পোনা ও ৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে।

বুধবার (২২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার শ্যামনগর কৈখালি কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. ইমতিয়াজ আলম।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/22/1558519643630.jpg

তিনি জানান, মঙ্গলবার (২১ মে) রাতে সাতক্ষীরার শ্যামনগর থানার কেওরাতলী খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ইঞ্জিন চালিত বোটসহ ৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। ওই সময় পাচারকারী দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কেওরাতলী খাল সংলগ্ন সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬,৪০,০০০ টাকা। আটককৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে একই দিন কোস্টগার্ড রুপসা থানাধীন খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ লাখ পিস চিংড়ির পোনা উদ্ধার করে। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা। চিংড়ির পোনাগুলো রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।