বাগেরহাটে ২৬ টাকা দরে সংগ্রহ হবে ১৮৫০ মে. টন ধান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

বাগেরহাটে বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাটে বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাটে বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদে বুধবার (২২ মে) থেকে এই ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বাগেরহাটে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা একেএম শহিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার মজুমদার ও খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন।

বিজ্ঞাপন

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, এ জেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে এক হাজার ৮৫০ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে।