পটুয়াখালী চেম্বার অব কমার্সের নতুন কমিটি
পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০১৯-২১ মেয়াদে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেলে সংগঠনটির মিলনায়তনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. শাহ জালাল খান নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন।
মহিউদ্দিন আহমেদকে সভাপতি, খন্দকার ফরহাদ জামান বাদলকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুর রহমান লেলিন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবে আব্দুল মান্নান, মোহাম্মদ জাহিদ হোসেন তালুকদার, মাসুদুর রহমান মাসুদ তালুকদার, মো. জাহাঙ্গীর শিকদার, কামরুজ্জামান টিপু মিয়া, মিজানুর আলম স্বপন, ফারুক মৃধা, নুর ই আলম, জাহিদ হোসেন, মো. কামরুজ্জামান খান, এনামুল ইসলাম চৌধুরী, রেজাউল করিম, প্রকৌশলী মো. জামাল হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, সৈয়দ মো. সোহেল, মো. শওকত হোসেন মুনিয়া এবং মো. ইসমাইল হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।