ঈদে দুস্থদের জন্য আসা চাল চুরি, গ্রেফতার ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার  জসিম উদ্দিন। ছবি: বার্তা২৪.কম

গ্রেফতার জসিম উদ্দিন। ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে ভিজিএফের ১৪ বস্তা চালসহ জসিম উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) সকালে জৈনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার জসিম হাওলাদার জৈনকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মন্নান হাওলাদারের ছেলে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/28/1559037339422.jpg

বিজ্ঞাপন

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে জৈনকাঠী ইউনিয়ন পরিষদের দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল ওই বিদ্যালয়ের একটি কক্ষে মজুত করা ছিল। মঙ্গলবার সকালে জৈনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জসিম হাওলাদার ১৪ বস্তা চাল চুরি করে অন্য একটি কক্ষে লুকিয়ে রাখে। এর আগে জসিম বিদ্যালয়ের পিয়নের কাছ থেকে ওই রুমের চাবি রেখে দেয়। স্থানীয়রা চাল সরিয়ে রাখার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালসহ জসিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় জৈনকাঠী ইউনিয়নের চেয়ারম্যান বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।