কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদের মিনারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে উপজেলার ঢালুয়া ইউপির মন্নারা পূর্বপাড়া নুরু মিয়াজী মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামের মাসুকের ছেলে মাসুম (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে সবুজ (২৫)।
স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল আলম বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গত ৪-৫ মাস ধরে হবিগঞ্জ জেলার এক ঠিকাদারের মাধ্যমে নাঙ্গলকোটের ঢালুয়া ইউপির মন্নারা পূর্বপাড়ায় নুরু মিয়াজী নতুন মসজিদের মিনারের কাজ চলে আসছিল। প্রতিদিনের মতো সকালে দুই নির্মাণ শ্রমিক মাসুম ও সবুজ মিনারের উপর বাঁশ বেঁধে কাজ করছিল। এ সময় মসজিদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সাথে মিনারে বেঁধে রাখা বাঁশ লেগে মাসুম ও সবুজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
সহকর্মীরাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নাঙ্গলকোট ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহীদ উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’