পটুয়াখালীতে ঈদ উপলক্ষে ৫দিন খেয়া পারাপার ফ্রি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দুই দিন এবং ঈদের পরের দুই দিনসহ মোট ৫দিন পটুয়াখালী পৌরসভার নিয়ন্ত্রিত পাঁচটি খেয়াঘাটে সাধারণ মানুষের পারাপার ফ্রি করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ। এর ফলে খেয়াঘাট গুলোতে দুর্ভোগ কমবে বলে মনে করছেন জেলাবাসী।
পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পৌরসভার পক্ষ থেকে এটি একটি ঈদ উপহার। ঈদের সময়ে খেয়াঘাট গুলোতে নানা অনিয়ম এবং ভোগান্তির খবর পাওয়া যায়। এ কারণে ঈদের আগে এবং পরে মোট ৫দিন পৌরসভা যাত্রীদের কাছ থেকে কোনও টোল আদায় করা হবে না।
বর্তমানে পটুয়াখালী পৌরসভার নিয়ন্ত্রিত খেয়াঘাট গুলো হচ্ছে লোহালিয়া খেয়াঘাট, পুরান বাজার মসজিদ ঘাট খেয়াঘাট, পুরান বাজার বনিকপট্টি খেয়াঘাট, মুরাদিয়া খেয়াঘাট, লাউকাঠী খেয়াঘাট, নিউমার্কেট খেয়াঘাট এবং ফটিকের খেয়াঘাট।
এদিকে পটুয়াখালী পৌরসভার নিয়ন্ত্রিত খেয়াঘাট গুলোতে যে কোনও ভোগান্তি লাগব করতে এবং সার্বক্ষণিক মনিটরিং এর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।