কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রফেসর মো. আবদুস সালাম / ছবি: বার্তা২৪

প্রফেসর মো. আবদুস সালাম / ছবি: বার্তা২৪

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন প্রফেসর মো. আবদুস সালাম। চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়াকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে প্রেষণ প্রত্যাহার পূর্বক পদায়ন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়৷

বিজ্ঞাপন

এদিকে, ভিক্টোরিয়া কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহাকে বদলি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম এর আগে কুমিল্লা শিক্ষাবোর্ডের বোর্ডের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন