পটুয়াখালীতে ১২ জনের কারাদণ্ড
পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অসদুপায় অবলম্বনের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, গোপনীয় কক্ষে অনুপ্রবেশের দায়ে জেলা প্রশাসনের দুইজন খাবার সরবরাহকারী (ওমেদার) কেও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র এবং এর আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান, পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে এদের আটক করা হয়। তাদের অনেকের মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়া গেছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের দুই জন খাবার সরবরাহকারী আইন অমান্য করে গোপন কক্ষে প্রবেশ করায় তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের দরবার হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক নরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুজ্জামান উপস্থিত ছিলেন।