সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, দুই জেলে আটক

  • Mansura chamily
  • |
  • Font increase
  • Font Decrease

আটকৃত দুই জেলে /ছবি: বার্তা২৪.কম

আটকৃত দুই জেলে /ছবি: বার্তা২৪.কম

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীনে পশুরতলা খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় দুই জেলেকে হাতেনাতে আটক করেছেন কদমতলা বন স্টেশন অফিসের সদস্যরা।

শুক্রবার (৩১ মে) সকালে জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন- মুন্সিগঞ্জ সেন্ট্রাল কালিনগর গ্রামে সমশের গাজীর ছেলে ফারুক গাজী ও জোনাব গাজীর ছেলে বাবলু গাজী।

বিজ্ঞাপন

কদমতলা বন স্টেশন কর্মকর্তা (এস ও) নূরে আলম জানান, পশুরতলা খালে বিষ প্রয়োগে মাছ শিকার করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দুই জেলেসহ মাছর শিকার কাজে ব্যবহৃত বোতল ভরা বিষ, জাল ও একটি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।