আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: শওকত মাহমুদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শওকত মাহমুদ/ ছবি: বার্তা২৪.কম

কুমিল্লায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শওকত মাহমুদ/ ছবি: বার্তা২৪.কম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, ‘আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই।’

তিনি বলেন, ‘বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে মাঠে আসতে হবে। এ সরকার মামলা-হামলা করে নেতাকর্মীদের আর রুখতে পারবে না। সরকার খালেদা জিয়াকে ভয় পাওয়ার কারণে পরিকল্পিতভাবে জেলে আটক করে রেখেছে।’

বিজ্ঞাপন

শনিবার (১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কুমিল্লা রেড-রোউ ইন হোটেলে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, ‘প্রবাসীরা আছে বলে এদেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে।’

বিজ্ঞাপন

বুড়িচং উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক হাজী ইমাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: সেলিম ভূঁইয়া, জাতীয়তাবাদী মুক্তিযোদ্বা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খাঁন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম প্রমুখ।